দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষার রুটিন প্রকাশ ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি চলিতেছে। ০১ অক্টোবর ২০২৩ তারিখ হতে দশম শ্রেনীর নির্বাচনী পরীক্ষা শুরু হবে। গভর্ণিং বডি গঠন করার নিমিত্ত্ব দাতা সদস্য সংগ্রহের বিজ্ঞপ্তি। কলেজ শাখার ২০২৩ সালের ক্লাস রুটিন ও পরীক্ষার রুটিন প্রকাশ।
BATAKANDI ADARSHA SCHOOL AND COLLEGE
Previous
Next

ছাত্র/ছাত্রীদের কর্ণার

বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের ইতিবৃত্ত

১৯৯০ এর দশকের শুরুতে আমাদের বাতাকান্দি গ্রামের উন্নয়নের চিন্তা ভাবনা থেকে একটি হাইস্কুল প্রতিষ্ঠার ধারণার জন্ম হয়। তখন এ বিষয়ে সমাজের অনেকের সাথে মতবিনিময় করি। সবাই এক বাক্যে আমার প্রস্তাবে রাজী হয়। কিন্তু সমস্যা দেখা দেয় স্বুল প্রতিষ্ঠার জায়গা নিয়ে। কারণ একটি হাই স্কুল প্রতিষ্ঠা করতে কম পক্ষে এক একর জমির প্রয়োজন। এর পর জমি ভরাট করা, স্কুল গৃহ নির্মাণ করা, ছাত্রদের ক্লাসে বসার বেঞ্চ, শিক্ষক নিয়োগ ও অন্যান্য আনুষঙ্গকি আয়োজন অনেক টাকার প্রয়োজন। উল্লেখ্য যে নানা প্রাসঙ্গিক দিক বিবেচনা করে স্কুলের স্থান হিসেবে গ্রামের দক্ষিণ বা পূর্ব দিকের মাঠ নির্বাচন করা হয়। কিন্তু আমাদের উদ্যোক্তাদের মধ্যে কারো এক সাথে বা এক প্লটে এক একর জমি ছিলনা। 

এমতাবস্থায় আমার ছোট ভাই আবু তাহের আমাকে জানায় যে আমাদের জেঠাত ভাই মাস্টার সিরাজুল ইসলাম চৌধুরী সাহেব এ বিষয়ে সাহায্য করতে পারেন। তিনি কোন এক সময় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার জন্য জমি দান করতে উৎসাহী ছিলেন। তাই আমরা পরের দিন সকালে তাঁর বাড়ি গিয়ে গ্রামে একটি হাইস্কুল প্রতিষ্ঠার জন্য জমি দান করার প্রস্তাব করি। তিনি নানা বিষয়ে আলোচনার পর স্কুলের জন্য প্রয়োজনীয় পরিমাণ জমি দান করতে সম্মত হন। তবে তিনি প্রস্তাব করেন পাশ্ববর্তী উত্তর গোরকাটা ও দক্ষিণ গোরকাটার অধিবাসীদের সাথে এ বিষয়ে মত বিনিময় করতে চান। ঠিক সেদিনই ২৫/১২/১৯৯৩ তারিখে সন্ধ্যার পর এই দুই গ্রামের মুরব্বীদের এ বিষয়ে আলাপ করার জন্য বাতাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিলিত হতে নিমন্ত্রণ করা হয়। উপস্থিত সবাই এক বাক্যে স্কুল প্রতিষ্ঠার প্রস্তাবে সম্মত হন এবং সর্বাত্ত¡ক সহযোগীতার আশ্যাস দেন। সবার সামনে তিনি তাঁর বাড়ির সামনের জমিতে স্কুল করার সম্মতি দেন এবং তিনি স্বুলের নাম প্রস্তাব করেন ‘বাতাকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়‘। সবাই তাঁর প্রস্তাবে সম্মত হন। এরপর অস্থায়ীভাবে ১৭/১/১৯৯৩ তারিখে আমরা বাতাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হাইস্কুলের কার্যক্রম শুরু করি। 

স্কুলের প্রথম শিক্ষক হিসেবে শিক্ষাদান শুরু করে বর্তমান অধ্যক্ষ মোহাং নূরুল হুদা ও মিয়া বাড়ির চত্তার সাহেবের মেয়ে শিউলী। এরপর আমরা স্কুল ঘর তৈরীর উদ্যোগ গ্রহণ করি। প্রথমে সিদ্ধান্ত নেয়া হয়, বাতাকান্দি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ও অব্যবহৃত পুরানো ঘরটি ভেঙ্গে নিয়ে নতুন স্থানে স্থাপন করা হবে। উল্লেখ্য যে ঐ ঘরটি ছিল মরহুম খায়েজ আহমদ সাহেবের। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ কালে পাকিস্তানী সৈন্যরা ঘরটি পুড়িয়ে ফেলে। ঐ পোড়া ঘরের জিনিষপত্র দিয়ে আমরা প্রথমবারের মত বাতাকান্দি প্রাইমারী স্কুল গৃহ প্রতিষ্ঠা করেছিলাম। পরবর্তীতে সরকার স্কুল ঘর দালান করায় ঘরটি পরিত্যক্ত হয়। এই ঘর ভেঙ্গে নেয়ার কালে গ্রামের কয়েকজন আমাদের বিরুদ্ধে মামলা করার জন্য সেনবাগ থানায় যায়। কিন্তু থানা র্কতৃপক্ষ পুরো ঘটনা জানার পর কোন মামলা গ্রহণ করেনি। পরন্তু তাদের তিরস্কার করে বিদায় করেছিলেন। পরবর্তীতে আমরা জনগণের কাছ থকেে কাঠ সংগ্রহ করে স্কুল ঘরটি বড় করে তেরী করি। এরপর পর্যায়ক্রমে স্কুলের জন্য প্রয়োজনীয় সরকারী স্বীকৃতি সংগ্রহ করা হয়।

  প্রসঙ্গ উল্লেখ করতে হয়, স্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ছিলেন আমার স্ত্রী সেলিনা আখতার। এরপর প্রধান শিক্ষক হন বর্তমান অধ্যক্ষ মোহাং নুরুল হুদা। স্কুল প্রতিষ্ঠাকালে গ্রামের সবাই সর্বাত্বক সহযোগীতা করেছে। তবে কয়েক জন সার্বক্ষণিকভাবে এ কাজে অংশ গ্রহণ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল দলিলুর রহমান, গোলাম ছারওয়ার রিপন ও মাস্টার আবুল কাশেম। তরুণদের মধ্যে রয়েছে মো. সায়েমসহ কয়েকজন এবং গোরকাটার হাজী মোকারম আলী, সিদ্দিক মেম্বার ও আবুবকর। কিছুদিন আগে সরকার হাইস্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণী খোলার একটি পরিকল্পনা গ্রহণ করে। 

তখন তৎকালীন হেডমাস্টার এবং বর্তমান অধ্যক্ষ মোহাং নুরুল হুদা সরকারের এ পরিকল্পনা মোতাবেক বাতাকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করার প্রস্তাব করে। আমি সানন্দে রাজী হই। তবে সঙ্গত কারণে তাকে সাবধান করি যেন আমাদের এই পরিকল্পনার বিষয়ে বাহিরের কেউ না জানে।নুরুল হুদা তার মেধা খাটিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে কলেজ প্রতিষ্ঠার যাবতীয় কার্যক্রম পরিচালনা করে এবং সফল হয়। এ কাজে সেনবাগ কলেজের প্রাক্তন ভিপি দুলাল সহ কয়েকজন তাকে সর্বাত্বক সহযোগীতা করে।  

  বর্তমানে কলেজের শিক্ষা কার্যক্রম শুরুর শুভলগ্নে সবাইকে জানাই ধন্যবাদ এবং ভবিষ্যতের সফলতার জন্য সবাইর সহযোগীতা কামনা করি।     

-ড. মুহম্মদ কবির উল্যাহ

ফেসবুকে ফলো করুন

স্কুল ইভেন্ট

Days
Hours
Minutes
Seconds

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা

আমাদের সম্পর্কে মতামত

Shahajada Kuraisy
Shahajada Kuraisy
Read More
I am impressed with your curriculum and teaching methods which is different from other schools. Well planned worksheets for practice makes my child think beyond prescribed Textbooks.
Hasan Ahmed
Hasan AhmedHasan Ahmed
Read More
This School is very good . I am so satisfied with their services.
Md Nurul Huda
Md Nurul Huda
Read More
This School is very good .My Clildren is studying here since 2017.I am so satisfied with their services.
Abdur Rahman
Abdur RahmanAbdur Rahaman Khan
Read More
This School is very good .My Clildren is studying here since 2017.I am so satisfied with their services.
Previous
Next

Our College Location