জীবনের প্রতিটি পর্যায়ে শিষ্টাচার মেনে চলার অপরিসীম গুরুত্ব রয়েছে। ক্লাস রুমেও কিছু আচারবিধি আছে, যা মেনে চললে শিক্ষার্থী নিজে যেমন উপকৃত হবে, তেমনি ক্লাসের সবাই সামগ্রিকভাবে উপকৃত হবে। ক্লাস রুমের শিষ্টাচার সম্পর্কে জানাচ্ছেন বিপুল জামান।abcd
নিয়মিত এবং নির্দিষ্ট সময়ে ক্লাসে উপস্থিত হও। অনিয়মিত ক্লাস করলে পড়া বুঝবে না। নির্দিষ্ট সময়ের পর ক্লাসে উপস্থিত হলে ক্লাস নিতে শিক্ষকের এবং ক্লাসের অন্যদের মনোযোগের ব্যাঘাত ঘটে।
ক্লাসে শিক্ষক প্রবেশ করলে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাও। শিক্ষক আগে প্রবেশ করলে অনুমতি নিয়ে প্রবেশ করো।
ক্লাসরুমে শিক্ষকের সামনে গা এলিয়ে দিয়ে বা পায়ের ওপর পা তুলে বসবে না। সোজা হয়ে বসো।
ক্লাস চলাকালে ইশারায় ডাকাডাকি করা, ফিসফাস করা বা জোরে জোরে নিজেরা কথা বলা, কাগজ, রুমাল বা কোনো কিছু ছোড়াছুড়ি করবে না।
মোট রুম সংখ্যা : ২৪টি
অফিস কক্ষ: ০৪টি [ অধ্যক্ষ এর কার্যালয়, শিক্ষক মিলনায়তন, অফিস কক্ষ (স্কুল) ও অফিস কক্ষ (কলেজ)]
কম্পিউটার ল্যাব: ০১টি
পাঠাগার: ০১টি
বিজ্ঞানাগার : ০১টি
নামাজ ঘর: ০১টি
কমন রুম (ছাত্রী): ০১টি
হল রুম : ০১টি
শ্রেণি কক্ষ: ৬ষ্ঠ শ্রেণি- ০২টি , ৭ম শ্রেণি- ০১টি, ৮ম শ্রেণি- ০১টি , ৯ম শ্রেণি- ০৩টি, ১০ম শ্রেণি- ০৩টি, একদশ শ্রেণি- ০২টি ও দ্বাদশ শ্রেণি-০৩টি।
শৌচাগার: ৩২টি
শিক্ষক/ কর্মচারী: ০৬টি
ছাত্রী: ১২টি
ছাত্র: ১২টি
প্রতিবন্ধী (সংরক্ষিত): ০২টি
ওয়াস রুম: ১২টি
শিক্ষক/ কর্মচারী: ০৪টি
ছাত্রী: ০৪টি
ছাত্র: ০৪টি
গভীর নলকূপ: ০৫টি
নিরাপদ পানির ফিল্টার: ০৫টি
খেলার মাঠ: দৈর্ঘ: ১০০ প্রস্থ:১১০
শহিদ মিনার : ০১টি
ভবন: ০৩টি
শিক্ষক/ কর্মচারী: ০৬টি
কলেজ ভবন: ০১টি
স্কুল ভবন : ০২টি
এ স্কুলের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সুপরিকল্পিত পাঠ্যক্রম, সহ-পাঠ্যক্রম কর্মসূচির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ছাত্রদের শারীরিক ও মানসিক গুণাবলীর সর্বোচ্চ উৎকর্ষ সাধন যাতে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এবং ভবিষ্যতে দেশ ও জাতিকে উপযুক্ত নেতৃত্ব দিতে পারে।